ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র সংগ্রহ করলেন হাছান মাহমুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
মনোনয়নপত্র সংগ্রহ করলেন হাছান মাহমুদ মনোনয়নপত্র হাতে হাছান মাহমুদ-ছবি-বাংলানিউজ

ঢাকা: টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মোহাম্মদ হাছান মাহমুদ।

তিনি চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে নবম সংসদের সময় হাছান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাঙ্গুনিয়া-বোয়াখালীর শ্রীপুর, খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন। দলীয় মনোনয়ন সংগ্রহের পর এবারও বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী তিনি।

তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে চট্টগ্রাম-৭ নেত্রীকে উপহার দেব।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।