ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার আগে থেকেই জয় ঘোষণা করে রেখেছে: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
সরকার আগে থেকেই জয় ঘোষণা করে রেখেছে: সাকি বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ | ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা উল্লেখ করেছেন বাম গণতান্তিক জোটের অন্যতম নেতা জোনায়েদ সাকি। তফসিল বাতিল করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ফের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংলাপকে মূল্যহীন ও ব্যর্থ বলেও দাবি করেন বাম জোটের এ নেতা।

শনিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাকি।

একাদশ সংসদ নির্বাচনে সরকার আগে থেকেই তাদের জয় ঘোষণা করে রেখেছে মন্তব্য কের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের এই দখলদারিত্বের নির্বাচনের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।

বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো আন্দোলন চালিয়ে আসছে। সরকার একদিকে বলছে তারা সুষ্ঠু নির্বাচন দেবে অন্যদিকে তারা আগে থেকেই তাদের জয় ঘোষণা করে রেখেছে। তাদের জয়লাখের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তারা ঘোষণা দেবে। আর সেটাকে আমাদের আমাদের সুষ্ঠু নির্বাচন হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এই হচ্ছে বর্তমান। এই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম এই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে তারা বারবার সংবিধানের দোহাই দেয়। জনগণের জন্য যা কিছু দরকার তার সবকিছুই সংবিধানের মাধ্যমে করা যায়। সংবিধান সংসদের একটি পরিপূরক ব্যাপার।  

সংবিধানের দোহাই দিয়ে সুষ্ঠু নির্বাচনের আয়োজন না করলে জনগণ আওয়ামী লীগকে স্বৈরাচারী শাসকের ইতিহাসে স্থান দেবে বলেও মন্তব্য কেরন জোনায়েদ সাকি।

আন্দোলনের মাধ্যমে সরকারকে সমঝোতায় আসতে বাধ্য করা হবে উল্লেখ করে সাকি বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত সরকার ন্যূনতম সমঝোতায় আসছে। নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারা প্রায়ই বলেন, তফসিল পেছালে একটি তৃতীয় ষড়যন্ত্রকারী শক্তি ক্ষমতায় চলে আসবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যদি দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় আসে তাহলে দেশে কোনো তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।