ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন দুপুরে ২০ দলীয় জোট

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ২০দলীয় জোট। সংবাদ সম্মেলন থেকে নির্বাচনের অংশগ্রহণ করা না করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রোববার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার দিবাগত গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
 
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।