ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহী ৬ আসনে নৌকার মাঝি হতে চান যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
রাজশাহী ৬ আসনে নৌকার মাঝি হতে চান যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।ছবি: বাংলানিউজ

রাজশাহী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হচ্ছে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। দলের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪ নভেম্বর।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয় আসনে এবার নৌকার মাঝি হতে রোববার (১১ নভেম্বর) পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮ জন আওয়ামী লীগ নেতা।  

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন শুক্রবার (৯ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৫ জন। দ্বিতীয় দিনে আটজন, আর তৃতীয় দিনে পাঁচজন আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন (জাতীয় সংসদের ৫২ নম্বর আসন): এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়জন। এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

এছাড়া রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, মুণ্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু, মকবুল হোসেন, গোদাগাড়ীর পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজমুল ইসলাম রয়েছেন এ তালিকায়।

রাজশাহী-২ (সদর) আসন (জাতীয় সংসদের ৫৩ নম্বর আসন): এ আসনে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সদস্য হাবিবুর রহমান বাবু ও মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন (জাতীয় সংসদের ৫৪ নম্বর আসন): এ আসনের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী নয়জন ফরম সংগ্রহ করেছেন।  

তারা হলেন- বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, সাংগঠনিক সম্পাদক আলফোর হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা মহিলা লীগের সভানেত্রী মর্জিনা পারভীন।  

রাজশাহী-৪ (বাগমারা) আসন (জাতীয় সংসদের ৫৫ নম্বর আসন) : এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেছা তালুকদার, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন (জাতীয় সংসদের ৫৬ নম্বর আসন): এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নয়জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুনসুর রহমান, যুবলীগ নেতা ওবায়দুর রহমান, আবু সায়েম ও আসিফ ইবনে তিতাস।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন (জাতীয় সংসদের ৫৭ নম্বর আসন): এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন ও বাঘার সাবেক মেয়র আক্কাস আলী।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।