ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজৈরে বিএনপির ৭ নেতার আওয়ামী লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
রাজৈরে বিএনপির ৭ নেতার আওয়ামী লীগে যোগদান রাজৈরে বিএনপির ৭ নেতার আওয়ামী লীগে যোগদান

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপির সাত নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

সোমবার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুরে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের রাজনৈতিক কার্যালয়ে এসে মন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খানকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ওবাইদুর রহমান কালু খান।

আওয়ামী লীগের যোগ দেওয়া নেতারা হলেন-রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিম বক্স, সহ-সভাপতি এম এ মান্নান মিয়া, রাজৈর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মিয়া, সহ-সভাপতি সৈয়দ গোলাম কুদ্দুস, রাজৈর পৌরসভা বিএনপির নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াসউদ্দিন মিয়া, এস এম আবুল হোসেন ও  ফজলুর রহমান।  

ওবাইদুর রহমান কালু বলেন, তাদের আমরা অনানুষ্ঠানিক ভাবে গ্রহণ করে নিয়েছি। মন্ত্রী মাদারীপুরে এলে আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হবে।  

এসময় আরো মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন, সুজন হোসাইন রিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম বলেন, রাজৈর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদের আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।