নয়াপল্টন এলাকার ব্যবসায়ী মাজহারুল হক বলেন, এ এক অন্যরকম নয়াপল্টন দেখছি। রীতিমতো চলছে উৎসব।
তিনি আরও বলেন, এই এলাকায় বিগত ১৮ বছর ব্যবসা করছি। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর আর এমন লোক সমাগম দেখিনি। মাঝখানে কয়েক বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আতংক বিরাজ করলেও ২০১৫ সালের পর থেকেই স্থিতিশীলতা ফিরে এসেছে। আমরা এমন রাজনীতি চাই। যেখানে বিরোধীদল রাজনীতি করার সুযোগ পাবে।
শুধু মাজহারুল হক নয়, নয়াপল্টন এলাকার অনেক মানুষের একই ভাষ্য। নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকেই নয়াপল্টনের দৃশ্যপট বদলে গেছে। বিশেষ করে মনোনয়ন ফরম বিতরণ কেন্দ্র করে নেতাকর্মীদের স্রোত নেমেছে।
বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে মিছিল স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন। বিরামহীনভাবে চলছে মিছিল-স্লোগান। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত একপাশের সড়ক বন্ধ রয়েছে। ফলে একমুখী হয়ে সড়কে হালকা যান চলাচল করছে।
বিএনপিকর্মী রিফাত ইসলাম বলেন, এই জনস্রোত প্রমাণ করে, বিএনপি কত জনপ্রিয় দল।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
টিএম/এএ