বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভায় তিনি এ দাবি জানান।
এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন বানচাল করতে ও নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
অপরদিকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক মাসুদ চৌধুরীকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে তিনি এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএ মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বিএনএ প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসাইন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, আবদুস সামাদ, মাসুদ মোসাইন আল কাদরী, এমএ মমিন, ইসলাম উদ্দিন দুলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মুফতী শারাফাত হোসেন, অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলার।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসই/এএ