এরই মধ্যে জোট নেতারা মনোনয়ন নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন। ইতোমধ্যে জোটের সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
ড. কামাল হোসেনের মূল দল গণফোরামও তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করছে। ইতোমধ্যে তাদের শতাধিক ফরম বিক্রিও হয়েছে। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ২৫ জনের তালিকা দেওয়া হবে ঐক্যফ্রন্টের কাছে। এছাড়াও ড. কামাল হোসেনের পছন্দের কিছু সুশীল সমাজ ও মানবাধিকারকর্মী রয়েছেন। কামাল হোসেন চাইছেন সমাজের গ্রহণযোগ্য এসব ব্যক্তিরা সংসদে আসুক। তাদের জন্যও তিনি জোটের কাছে ২৫টি আসন চাইতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা বাংলানিউজকে বলেন, ড. কামাল স্যার ৫০টি আসন চাইবেন। এর মধ্যে দলের ২৫ জন ও সুশীল সমাজের ২৫ জনের তালিকা দেওয়া হবে।
দলের নামের তালিকা মোটামুটি চূড়ান্ত হলেও সুশীলদের তালিকা চূড়ান্ত হতে আরো দুই/তিন দিন লাগবে। ১৮ তারিখের পরে এই তালিকা নিয়ে বসবে ঐক্যফ্রন্ট।
গণফোরাম তাদের দলের যাদের নাম প্রস্তাব করতে পারে তারা হলেন- সভাপতি ড. কামাল হোসেন যার আসন ঠিক হয়নি। এরপর আছেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী চট্টগ্রাম-১৪, নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল মানিকগঞ্জ-৩, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২, প্রেসিডিয়াম সদস্য এএইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, এসএম আলতাফ হোসেন নরসিংদী-২ অথবা ঢাকা-৫, জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, জামাল উদ্দিন আহমেদ ঢাকা-২০, আ ও ম শফিক উল্লাহ লক্ষীপুর-৩, মোস্তাক আহমেদ কুমিল্লা-৩, প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক মেহেরপুর-২, শ্রম বিষয়ক সম্পাদক জানে আলম চট্টগ্রাম-১৩, স্থায়ী কমিটির সদস্য সেলিম আকবর চাঁদপুর-৩, স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ শেরপুর-৩, মৌলভীবাজার জেলা নেতা আব্দুর রশীদ মাখন মোলভীবাজার-৩, সম্পাদক মণ্ডলীর সদস্য হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, মকসুদুর রহমান গাইবান্ধা-২, আব্দুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-১১, রবিউল ইসলাম তরফদার জামালপুর-৪, মো. মিজানুর রহমান মাগুরা-১, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী ঢাকা-১৮, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম গাজীপুর-১, আলী নূর বাদল সাতক্ষীরা-২, মহিলা সম্পাদক ফরিদা ইয়াসমিন নরসিংদী-৪, গণফোরামের ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন।
এদিকে, ঐক্যফ্রন্টের শরিক জেএসডি ১৫, কৃষক শ্রমিক জনতা লীগ ১০ ও নাগরিক ঐক্য ১০টি আসন চাইবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমএইচ/আরবি/