ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ২ জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
সিরাজগঞ্জে ২ জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকা ও বেলকুচিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও বেলকুচির ধুকুরিয়া বেড়া ইউনিয়ন জামায়াতের আমির সানোয়ার হোসেন।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, শহরের নতুন ভাঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা মকবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা রয়েছে।

অপরদিকে, বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকায় অভিযান চালিয়ে সানোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।