শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর দুমকির বাহেরচরে গ্রামের বাড়িতে বাদ জুমা বাবার কবর জিয়ারত শেষে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনের তারিখ পেছানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নির্ধারিত তারিখেই হওয়া উচিত, না হলে জাতি অাশাহত হবে।
কোন অাসন থেকে নির্বাচন করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে অারো কয়েকদিন অপেক্ষা করতে হবে। বিএনপি নির্বাচনে অাসায় তার জয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের মাঠে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ অাশাবাদী।
এসময় তার সঙ্গে ছিলেন- জেলা জাতীয় পর্টির সভাপতি সুলতান হাওলাদারসহ অন্যান্য নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
আরএ