ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ দলের নির্বাচনী প্রচার কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
১৪ দলের নির্বাচনী প্রচার কমিটি গঠন ১৪ দলের লোগো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল একটি প্রচার কমিটি গঠন করেছে। ৩০ ডিসেম্বর আসন্ন নির্বাচনে এই কমিটি সারা দেশে ১৪ দলের প্রার্থীর পক্ষে প্রচার চালাবে। 

শনিবার (১৭ নভেম্বর) ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ১৪ দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির নামের তালিকা জানানো হয়।

২৪ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

১৪ দলের পক্ষ থেকে বলা হয়েছে- এই কমিটি নির্বাচনী আচরণ-বিধির সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশে ১৪ দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা হলেন-

১. দিলীপ বড়ুয়া (সাধারণ সম্পাদক, সাম্যবাদী দল)                
২. রাশেদ খান মেনন (সভাপতি, ওয়ার্কার্স পার্টি)                
৩. ফজলে হোসেন বাদশা (সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি)    
৪. হাসানুল হক ইনু (সভাপতি, জাসদ)                    
৫. শিরীন আখতার (সাধারণ সম্পাদক, জাসদ)        
৬. লুৎফর রহমান (পলিট ব্যুরোর সদস্য, সাম্যবাদী দল)        
৭. শরীফ নূরুল আম্বিয়া (সভাপতি, বাংলাদেশ জাসদ)                 
৮. নাজমুল হক প্রধান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ)             
৯. আমিনা বেগম (কার্যকরী সভাপতি, ন্যাপ)                
১০. ইসমাইল হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, ন্যাপ)                
১১. আনোয়ার হোসেন মঞ্জু (চেয়ারম্যান, জাতীয় পার্টি-মঞ্জু)        
১২. শেখ শহীদুল ইসলাম (সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি-মঞ্জু)    
১৩. ব্যারিস্টার মো. আরশ আলী (সভাপতি, গণতন্ত্রী পার্টি)         
১৪. ডা. শাহাদাত হোসেন (সাধারণ সম্পাদক, গণতন্ত্রী পার্টি)         
১৫. নজিবুল বশর মাইজভাণ্ডারী (চেয়ারম্যান, বাংলাদেশ তরিকত ফেডারেশন)   
১৬. ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী (প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ তরিকত ফেডারেশন)   
১৭. অ্যাডভোকেট এস কে শিকদার (সভাপতি, গণ-আজাদী লীগ)        
১৮. মুহাম্মদ আতা উল্লাহ খান (মহাসচিব, গণ-আজাদী লীগ)            
১৯. জাকির হোসেন (সভাপতি, গণতান্ত্রিক মজদুর পার্টি)                
২০. রেজাউর রশীদ খান (আহ্বায়ক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ)    
২১. ডা. ওয়াজেদুল ইসলাম খান (আহ্বায়ক, কমিউনিস্ট কেন্দ্র)        ২২. ডা. অসিত বরণ রায় (যুগ্ম-আহ্বায়ক, কমিউনিস্ট কেন্দ্র)            
২৩. হামিদুল কিবরিয়া চৌধুরী (সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ)    

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।