শনিবার (১৭ নভেম্বর) রাতে নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ৩৫ জনের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ-উর-রহমান বাংলানিউজকে বলেন, আমরা আমাদের দলের যে ৩৫ জনকে আগামী নির্বাচনে সংসদ সদস্য পদে যোগ্য মনে করেছি তাদের তালিকা প্রকাশ করেছি। এ তালিকা নিয়েই জোটের সঙ্গে কথাবার্তা হবে।
যাদের তালিকা দেওয়া হয়েছে তারা হলেন- ফাতেমা ইসলাম নারায়ণগঞ্জ-১, মোবারক হোসেন বাহ্মণাড়িয়া-২, ডা. ফরিদ আহমেদ ব্রাহ্মণাড়িয়া-৩, মোড়ল আসাদুজ্জামান খুলনা -৩, আব্দুর নূর সিরাজগঞ্জ-৫, অ্যাডভোকেট নজরুল ইসলাম ময়মনসিংহ-২, শাহনাজ হক রানু পাবনা-৪, জিয়াউল হক সরকার ব্রাহ্মণবাড়িয়া-৫, ইকবাল কবির কুমিল্লা-২, নঈম জাহাঙ্গীর জামালপুর-৩, মোফাখখারুল ইসলাম নবাব রংপুর-৫, মো. সাদাকাত খান ফাক্কু ঢাকা-১৬, খায়রুল বশর মজুমদার ফেনী-১, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কুমিল্লা-৫, তফাজ্জল হোসেন কিশোরগঞ্জ-৫, আমিনুল ইসলাম বাদশা কুমিল্লা-১১, জিল্লুর আহমেদ চৌধুরী দিপু সিলেট-৬, জে এম নুরুর রহমান বরিশাল-৪, অ্যাডভোকেট ফজলুল হক সরকার চাঁদপুর-৩, আনিসুর রহমান খসরু ঢাকা-১১, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান নেত্রকোণা-২, ডা. নাজিম উদ্দিন আহমেদ গাজীপুর-২, দিদারুল আলম বাবুল বাগেরহাট-৩, মমিনুল ইসলাম লক্ষ্মীপুর-১, অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম সাতক্ষীরা-২, মিয়া শহিদ হোসাইন নোয়াখালী-১, এসএম আকরাম নারায়ণগঞ্জ-৫, মোস্তফা জাফর হায়দার রংপুর-৪, গোলাম আনোয়ার হোসেন চৌধুরী গাজীপুর-৫, মো. মেরাজুল ইসলাম স্বপন সিরাজগঞ্জ-৬, সৈয়দ হারুন অর রশীদ টাঙ্গাইল-৫, শাহ মো. রহমতউল্লাহ রংপুর-১, আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-৩, শহীদুল্লাহ কায়সার চাঁদপুর-১।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএইচ/এসএইচ