এসময় তারা ওই এলাকার বেশ কয়েকটি বাসা, ক্লিনিক, ওষুধের দোকান ও গাড়ি ভাঙচুর করে এবং ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চরপাড়া মোড়ের সড়ক অবরোধ করে রাখে।
সোমবার (১৯ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা উজ্জ্বল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা চরপাড়া এলাকায় ফুটপাত ও স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের পাশাপাশি রমরমা মাদক ব্যবসা করে আসছিল। রাতে প্রতিদিনের মতো একই কায়দায় চাঁদা নেওয়ার সময় আমি প্রতিবাদ করি। এ ঘটনার জের ধরে আমারসহ এলাকার বেশ কয়েকটি বাসা-বাড়ি, ক্লিনিক ও ওষুধের দোকানে ভাঙচুরের পাশাপাশি তাণ্ডব চালায় তারা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএএএম/আরবি/