ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজার জামায়াতের জেলা সেক্রেটারির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
কক্সবাজার জামায়াতের জেলা সেক্রেটারির মরদেহ উদ্ধার জিএম রহিম উল্লাহ

কক্সবাজার: কক্সবাজার শহরের একটি হোটেল থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ঝাউতলা এলাকার সাগরগাঁও আবাসিক হোটেলের ৩১৬ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জিএম রহিম উল্লাহর জন্ম।

তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন পরে তিনি উপজেলা চেয়ারম্যান হন।  

সাগরগাঁও হোটেলের ব্যবস্থাপক ও রহিম উল্লাহর শ্যালক শাহেদুল ইসলাম জানান, জিএম রহিম উল্লাহ মাঝে মধ্যে হোটেল সাগরগাঁওয়ে এসে রাত যাপন করতেন।  সোমবার (১৯ নভেম্বর) রাতেও এসে হোটেলের চার তলার ৩১৬ নম্বর কক্ষে ঘুমাতে যান। তিনি নিয়মিত সকালে হোটেলের বয়দের ফোন করে নিচের রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে দিতেন। কিন্তু মঙ্গলবার সকালে তিনি তা করেননি।  দুপুর দুইটার দিকে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হলে হোটেলের বয়রা কয়েকবার গিয়ে দরজা ধাক্কা দেন । কিন্তু কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে হোটেলের ব্যবস্থাপক নিজেও এসে দরজা ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে ভেন্টিলেটর  দিয়ে উঁকি মেরে দেখেন রহিম উল্লাহ উপুড় হয়ে ঘুমিয়ে আছেন। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখা গেলো তিনি মারা গেছেন।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। হোটেলের ড্রয়ারে তার ওষুধ ও চিকিৎসার ব্যবস্থাপত্রও পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।