ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন দিলে আমি জিতবো: হিরো আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
মনোনয়ন দিলে আমি জিতবো: হিরো আলম হিরো আলম

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের মনোনয়ন কিনেছেন বহুল আলোচিত হিরো আলম। এরশাদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে জেতার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আলাপকালে নিজের এ আশাবাদ ব্যক্ত করেন।
 
হিরো আলম বলেন, প্রাথমিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান ৩শ আসনের জন্য ৭৮০ জন প্রার্থী নির্বাচন করেছেন।

সেখানে আমার নাম রয়েছে। চেয়ারম্যান নিজেই ৩শ আসনের প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন। সবগুলো সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হলে আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবে বগুড়া-৪ আসন থেকে মনোনয়ন পেতে পারি।
 
তিনি আরও বলেন, যারা সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, মানুষ হিসেবে আমি তাদের সমপর্যায়ের না হলেও জনপ্রিয়তায় কম নই। জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হবো বলে শতভাগ আশাবাদী।
 
চলতি বছরের ১২ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে বগুড়া-৪ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন হিরো আলম। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ জমাও দিয়েছেন।
 
জাতীয় পার্টি সূত্র জানায়, মনোনয়ন বিক্রির নির্ধারিত সময়ে সারাদেশের ২৮৬৫ জন নেতা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন। এরমধ্য থেকে ৭৮০টি মনোনয়নপত্র প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত তালিকা হয়েছে। এই তালিকায় হিরো আলমও রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।