মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে ফ্রন্টের সমন্বয় কমিটির আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে পুলিশ, নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ও নির্বাচনের পরিবেশ নিয়ে করণীয় ঠিক করতেই এ বৈঠকের আয়োজন করে তীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলানিউজকে বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকায় নেই। প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমতাবস্থায় আমরা আগামী দিনের করণীয় ঠিক করতে বৈঠকে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, আপনারা দেখছেন সরকারি প্রিজাইটিং অফিসারদের ফোন দিয়ে রাজনৈতিক পরিচয় চেয়ে হয়রানি করছে পুলিশ। আমাদের প্রতি কেন্দ্রের ১০জন করে পোলিং এজেন্টদের তালিকাও চেয়েছে তারা। আমরা নির্বাচন নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এছাড়া এখনও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কোনো তৎপরতা দেখছি না।
বৈঠকে সমন্বয় কমিটির সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, এটিএম গোলাম মাওলা, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, মোশতাক আহমেদ, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, মো. জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএইচ/ওএইচ/