ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ার দু'টি আসনে খালেদার প্রতিদ্বন্দ্বী যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
বগুড়ার দু'টি আসনে খালেদার প্রতিদ্বন্দ্বী যারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ছবি: ফাইল ছবি

বগুড়া: বগুড়া-৬ আসন সদর উপজেলা নিয়ে গঠিত। বগুড়া-৭ আসন গঠিত গাবতলী-শাজাহানপুর উপজেলা নিয়ে। বগুড়ার সাতটি আসনের মধ্যে এ দু’টি আসন ভিআইপি আসন নামেই সর্বাধিক পরিচিত।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোননয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়তে আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি বলে জানা গেছে।



যদিও এবারের নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ করা নিয়ে সংশয় রয়েছে। কেননা তিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে জেলে রয়েছেন।  
 
অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে লড়তে এসব আসন থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ২২ জন প্রত্যাশী। তারমধ্যে আওয়ামী লীগের হয়ে ২৩ জন ও জাতীয় পার্টির (জাপা) হয়ে ৪ জন রয়েছেন।  
 
সংশ্লিষ্ট সূত্রে খোঁজখবর নিয়ে জানা যায়, বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের ১১ জন ও জাপার ১জন মনোনয়ন প্রত্যাশী দলের ফরম তুলে জমা দিয়েছেন। আর বিএনপির জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
 
সদর আসনে খালেদা জিয়ার বিরুদ্ধে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু ও মঞ্জুরুল আলম মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শাহাদত আলম ঝুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, আওয়ামী লীগ নেতা মুহম্মদ মাহবুব-উল-আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং দলের উপ-মিটির বন ও পরিবেশবিষয়ক সদস্য সাখাওয়াত হোসেন শফিক।
 
এ আসনে জাতীয় পার্টির (জাপা) হয়ে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন এই দলের একমাত্র প্রার্থী জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর।
 
তবে পরিসংখ্যানের দিক দিয়ে এই দু’টি আসনে খালেদা জিয়া এগিয়ে রয়েছেন। বিগত চারটি নির্বাচনে দলের হয়ে খালেদা জিয়া এসব আসনে প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন।
 
অপরদিকে বগুড়া-৭ আসনে (গাবতলী-শাজাহানপুর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল, জেলা বিএমএ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা, এ কে এম আসাদুর রহমান দুলু, বগুড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহিন, শাজাহানপুর উপজেলা যুবলীগ নেতা সাব্বির হাসান, জেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি শামীমা আখতার জলি, কৃষক লীগ নেতা ইমারত আলী, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহম্মেদ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

এ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সংসদ সদ্য অ্যাডভোকেট আলতাফ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকার পিন্টু ও জাপা নেতা শফিকুল ইসলাম মঞ্জু।
 
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।