ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপাবে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপাবে ঐক্যফ্রন্ট বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্ট অন্যান্য নেতারা, ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার ছাপানো হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ লক্ষ্যে ড্রাফ তৈরির জন্য বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির অফিসে বৈঠকে বসেছেন ফ্রন্টের নেতারা।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলানিউজকে বলেন, আমরা আজকে ইশতেহার তৈরির  জন্য বৈঠকে বসেছি।

প্রথমে ড্রাফ তৈরি করবো। পরে তা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক পাস হবে। বৈঠক শেষ হতে তিনঘণ্টা সময় লাগবে।

ইশতেহারে মূল বিষয় থাকবে- জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এ বিষয়গুলো আমাদের চিন্তায় আছে। দেখা যাক কী হয়। –যোগ করেন ডা. জাফরুল্লাহ।

আগামী এক সপ্তাহর মধ্যে ইশতেহার ছাপানো হবে জানিয়ে তিনি বলেন, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে, এটা আরও বাড়তে পারে।

বৈঠকে সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ প্রমুখ উপস্থিত আছেন।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করেছে ঐক্যফ্রন্ট। এ কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।