তিনি বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় যেসব হামলার ঘটনা ঘটে, সেগুলোর তদন্তের জন্য একটি কমিশন গঠন করতে হবে। তদন্তে যারা দোষী হবে, তাদের শাস্তি দিতে হবে।
শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে খালেদার উপদেষ্টা মিন্টু এ দাবি জানান।
‘ভোটের রাজনীতি ও জনগণের ভোটের অধিকার’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।
সেমিনারে আলোচনায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে নানা ঘটনা ঘটেছে। বিভিন্নজনের ওপর হামলাও হয়েছে। সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত এখনও হয়নি। ওই ঘটনাগুলোর তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে। তদন্তে যারা দোষী হবে, তাদের শাস্তি দিতে হবে।
‘ব্যবসায়ীরা রাজনীতিতে আসছেন বলে অনেকেই সমালোচনা করছেন। তবে আমি কখনও সরকারের সঙ্গে ব্যবসা করিনি। আমি আমার মতো করে ব্যবসা করেছি,’ যোগ করেন এফবিসিসিআই-এর সাবেক এই সভাপতি।
তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক রাজনৈতিক অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন করতে হলে জিন-পরীকে আসতে হবে। তাতে যদি নির্বাচন সুষ্ঠু হয়।
সেমিনারে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা জেনুইন একটি ইলেকশন চাই। সেটা করতে হলে বেশ কয়েকটি কাজ করতে হবে।
‘তার মধ্যে রয়েছে- সুষ্ঠু ভোটার তালিকা, পছন্দের প্রার্থীকে ভোট প্রদান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি। এসব নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে। ’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই নির্বাচনে ইভিএম নিয়েও আলোচনা চলছে। তবে ইভিএম ব্যবহার করার মতো মানুষের মধ্যে এখনও সচেতনতা আসেনি।
সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান। এতে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার আমিরুল হক, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক আবুল কাশেন ফজলুল হক, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জিল্লুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
টিআর/এমএ