শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
‘ভোটের রাজনীতি ও জনগণের ভোটের অধিকার’- শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ।
আরও পড়ুন>> ৫ জানুয়ারির ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি মিন্টুর
মাহবুব উল আলম হানিফ বলেন, কক্সবাজারের এমপি বদির পরিবর্তে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে সমালোচনা চলছে। বদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। সব অভিযোগ প্রমাণিত না হলেও তাকে এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। এখন তার স্ত্রীকে মনোয়ন দেওয়ায় অনেকেই সমালোচনা করছেন। তবে আমি বলতে চাই, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তার স্ত্রী জোবায়দা রহমান যখন রাজনীতিতে আসবেন, নির্বাচনে আসবেন- এই সমালোচনাকারীরা তখন কী করবেন।
তিনি বলেন, আমরা ফ্রি-ফেয়ার নির্বাচন চাই। নির্বাচনে যে দলই জিতবে, তারাই ক্ষমতায় আসবে। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন- সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াৎ হোসেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
টিআর/টিএ