ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২৩০ আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছে আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
২৩০ আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছে আ’লীগ ব্রিফ করছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।   

ওবায়দুল কাদের বলেন, আমরা অনানুষ্ঠানিকভাবে ২৩০ সংসদীয় আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছি।

আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।  

‘আজ (রোববার) দেওয়া হচ্ছে দলের মনোনয়ন। আমরা জোটের কাছে অঙ্গীকার করেছি- একসঙ্গে প্রার্থিতা ঘোষণা করবো। সে কারণে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জোটসহ সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ’  

‘ওইদিন কোনো কারণে আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিবর্তন হলেও তারিখ পরিবর্তন হবে না,’ বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে আমরা কয়েকটি আসণে ডবল (দুইজন) প্রার্থীকে চিঠি দিচ্ছি। আমি দলের সভাপতি শেখ হাসিনার জন্য দুটি আসনে ও ড. শিরীন শারমিন চৌধুরীর  একটি আসনে মনোনয়নের চিঠি গ্রহণ করেছি।

রোববার যেসব প্রার্থীকে চিঠি দেওয়া হচ্ছে তাদের পরিবর্তনের সম্ভাবনা আছে কি না– এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রয়োজনে হতে পারে। সময় ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ’ 

যারা মনোনয়ন পাননি- এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের কোনো ক্ষোভ সৃষ্টি হবে কি না- উত্তরে কাদের বলেন, বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে।  হোমিওপ্যাথিও আছে অ্যালোপাথিও আছে।  

এ সময় বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এজন্য পুলিশের বিরুদ্ধে বিষোধগার করছে। এ কারণে নির্বাচন কমিশনে নানা অভিযোগ দিচ্ছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।  

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮/আপডেট: ১৩৩০ ঘণ্টা
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।