রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের চিঠি দেওয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনে দু’জনকে চিঠি দেওয়ার বিষয়ে নেতারা বলছেন, দু’জনকে মনোনীত করা হলেও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন একজনের নাম প্রত্যাহার করে নেওয়া হবে।
গত ৯ নভেম্বর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে সৈয়দ আশরাফ মনোনয়ন ফরম কেনেন। সৈয়দ আশরাফুলের পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।
সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ সাল থেকে টানা চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসকে/এসএম/আরআর