ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিথ্যা বলা ও গুজব ছড়ানো বিএনপির পুরোনো অভ্যাস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মিথ্যা বলা ও গুজব ছড়ানো বিএনপির পুরোনো অভ্যাস  বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির নতুন মোড়কে বিএনপি-জামায়াত অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে। অবশ্য মিথ্যা বলা ও গুজব ছড়ানো বিএনপির পুরোনো অভ্যাস। 

তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন এই রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে মিথ্যা অজুহাতে পালানোর চেষ্টা করছেন।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এ দেশের মানুষ বিএনপি-জামায়াত জোটের অপশাসন দেখেছে। তাদের আমলে হাওয়া ভবন, বাংলাভাইসহ জঙ্গি উত্থান দেখেছে। জ্বালাও পোড়াও রাজনীতিও জনগণ দেখেছে এবং তা প্রত্যাখানও করেছে।

তাই নির্বাচন নিয়ে তাদের এই গুজবে কান না দিয়ে ফের আওয়ামী লীগকে জয়ী করতে  জনগণের প্রতি আহবান জানান তিনি।

নদীর ভাঙন রোধ প্রসঙ্গে তিনি বলেন, ১০ বছরে যমুনা নদীর পশ্চিম পাড়ের এক ইঞ্চি জমিও যমুনা  গ্রাস করতে পারেনি। সিরাজগঞ্জসহ কাজিপুর রক্ষায় সরকার প্রায় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে।

এসময় গত ১০ বছরে শেখ হাসিনার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নাসিম বলেন, নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ হচ্ছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ’ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চার লেনের রাস্তাসহ অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন হয়েছে।  

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবারো নির্বাচিত করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।