রোববার (২৫ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঐক্য মহাসচিব ও শরিকদল বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং ঐক্যের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিনসহ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পুরান ঢাকার ঐতিহ্য আর প্রাণের স্পন্দনকে মডেল আকারে দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়াসে নান্দনিক অধুনা সূত্রাপুর-কোতোয়ালি গড়ার প্রতিশ্রুতি নিয়ে এবার ঢাকা-৬ আসন থেকে হারিকেন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে গণঐক্য প্রায় ১০০ আসনে প্রার্থী দিচ্ছে।
২৮ নভেম্বর মনোনয়পত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ইইউডি/এএ