ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াতের তিন নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মেহেরপুরে জামায়াতের তিন নেতা গ্রেফতার গ্রেফতার। প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুব উল আলমসহ  (৫১) তিন নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। 

গ্রেফতারকৃত অন্যরা হলেন-সদর উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দীন (৬৪) ও সদর উপশাখা শিবিরের সভাপতি সোহেল রানা (২৭)।

রোববার (২৫ নভেম্বর) বিকেলে ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহাবুব উল আলম শহরের আমঝুপি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। সদর উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দীনের বাড়ি সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে। এছাড়া শিবির নেতা সোহেল রানা একই গ্রামের কামরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ওবায়দুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা সদর উপজেলার আলমপুর গ্রামের নাশকতার চেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।