রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সময় এ হামলার ঘটনার ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা উপজেলার আব্দুলপুর এলাকায় ইসমাইল রাইস মিল নামে ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।
এছাড়া হামলাকারীরা এমপি আবুল কালাম আজাদের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল, সোহাগ, পুকন্দ গ্রামের কালাম সমর্থক দেলোয়ারের ছোট ভাই ফারুককে মারধর করেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাংলানিউজকে বলেনন, এমপি আবুল কালাম মনোনয়ন বঞ্চিত হওয়ার সংবাদের পর পরই প্রতিপক্ষ সাগর গ্রুপের সমর্থক টিটু , অসীম, শাজাহান ও রেজাউলের নেতৃত্বে ১০/১২ জন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেয়। এছাড়া তারা কালাম সমর্থকদের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করে।
এবিষয়ে জানতে মোবাইল ফোনে মনোনয়ন প্রত্যাশী শামীম আহমেদ সাগরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ উপস্থি হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল। এতে ক্ষুব্ধ হয়েছেন প্রতিপক্ষের লোকজন।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসএইচ