ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বি. চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বি. চৌধুরী যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

সোমবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি. চৌধুরী বারিধারার বাসভবনে চীনের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত হে ঝাংজুওয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ছেন উই, সেকেন্ড সেক্রেটারি ইয়ু জিবলিং, এটাস্ট অ্যান্ড ইন্টারপ্রিটার হু ঝিইং।

এরপর দুপুর দেড়টায় অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের হাইকমিশনাদের সঙ্গে বৈঠক করবে যুক্তফ্রন্ট।

বৈঠকে অংশ নিতে এরই মধ্যে বি. চৌধুরীর বাস ভবনে প্রবেশ করেছেন কানাডিয়ান হাই কমিশনার বেনোয়া প্রেফন্টেইন, অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট ও ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, এমএম শাহীন ও যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।