ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায় কূটনীতিকরা খুশি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায় কূটনীতিকরা খুশি  কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায় কূটনীতিকরা খুবই আনন্দিত।  

তিনি বলেন, তবে নির্বাচনে কে জয়লাভ করবে, সেটা এদেশের জনগণই ঠিক করবে এমন মতামত দিয়েছেন কূটনীতিকরা। তারা সব দলের মতামত নিচ্ছে।

পরে সম্মিলিতভাবে মতামত জানাবে।  

সোমবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

শমসের মবিন বলেন, কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও খুবই গুরুত্বপূর্ণ। বিকল্পধারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক বাড়াতে ধারাবাহিক বৈঠক করছে।  

তিনি বলেন, চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, চীন আর কোনো বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাংলাদেশের সব দলের সঙ্গে সম্পর্ক বাড়াবে। সেই ধারাবাহিকতায় বিকল্পধারার সঙ্গেও সম্পর্ক বাড়বে।  

নির্বাচনের ব্যাপারে চীনা রাষ্ট্রদূত বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায় তিনি আনন্দিত।

বিকল্পধারার সভাপতি বি. চৌধুরীর কাছে বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারে মতামত জানতে চান বলে জানান বিকল্পধারার এই নেতা।  

শমসের মবিন বলেন, বি. চৌধুরী কূটনীতিকদের বলেছেন, ভবিষ্যতে বিদেশি পর্যবেক্ষক লাগবে না। এমন শান্তিপূর্ণ দেশ গঠনে ভূমিকা রাখবে বিকল্পধারা।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশন প্রধান বি. চৌধুরীকে অবহিত করেন যে, নির্বাচন উপলক্ষে ২০ হাজার বিদেশি পর্যবেক্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  

বিকল্পধারার এ প্রেসিডিয়াম সদস্য বলেন, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে সুখী, সমৃদ্ধ ও রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন আনার ঘোষণা থাকবে। বিকল্পধারার মধ্যে শান্তির রাজনীতি দেখে কূটনীতিকরা অভিভূত।  

এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন প্রমুখ।  

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও সুইডেনসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিকল্পধারার নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।