ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির মনোনয়ন পেলেন বেবী নাজনীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
বিএনপির মনোনয়ন পেলেন বেবী নাজনীন বেবী নাজনীন

ঢাকা: ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেওয়া হয়।

এ আসনে আওয়ামী লীগ এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি। আসনটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরীকদের মধ্যে ভাগাভাগি হওয়ার সম্ভবনা রয়েছে।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মোটর শ্রমিক নেতা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিনসহ ইঞ্জিনিয়ার মো. সিকেন্দার আলী, আমিনুল ইসলাম সরকার অন্যতম।

এছাড়া এ আসনে জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ভাগিনা আহসান আদেলুর রহমান আদেলসহ কয়েকজন মনোনয়নের চেষ্টা করছেন।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।