যদিও সোমবার (২৬ নভেম্বর) গভীর রাত পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশালসহ কয়েকটি বিভাগের মনোনয়নের চিঠি প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোর থেকেই আবার শুরু হয়েছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশী, নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়।
মনোনয়নকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য সকাল থেকে কাজ করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়টি এখন সরগরম।
ময়মনসিংহ থেকে আগত বিএনপি কর্মী জুলফিকার আলী ভুট্টো বলেন, নেতার মনোনয়নের জন্য ভোর থেকে অপেক্ষা করছি। কিন্তু এখনও শুরু হয়নি কার্যক্রম।
বিএনপি কর্মী রাফিউল ইসলাম বলেন, নেতাকর্মীরা সুশৃঙ্খল না থাকায় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা বিরাজ করছে।
হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ জানান, তিনিও সকাল থেকে অপেক্ষা করছেন। কুমিল্লা-৯ আসনের জন্য তার নেতা কর্নেল আজিম মনোনয়ন নিতে আসবেন। তাই নেতার মনোনয়নের জন্য তার এই অপেক্ষা।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিএম/আরআর