ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুলশানে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
গুলশানে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকদের ভিড়-ছবি-বাংলানিউজ

ঢাকা: অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। রাতভর অপেক্ষার পরও অনেকে কাঙ্খিত মনোনয়ন টিকিট পাননি। ফলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) দ্বিতীয়দিনের মতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ বিভিন্ন বিভাগের মনোনয়নপত্রের চিঠি দেওয়া হবে। 

যদিও সোমবার (২৬ নভেম্বর) গভীর রাত পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশালসহ কয়েকটি বিভাগের মনোনয়নের চিঠি প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে।  
 
মঙ্গলবার ভোর থেকেই আবার শুরু হয়েছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশী, নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়।

লোকসমাগম বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিএনপির চেয়ারপারসন'স সিকিউরিটি ফোরস (সিএসএফ) নিরাপত্তা কর্মীদের। বেলা সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়নি। এমনকি কার্যালয়ের ভেতরেও কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।             

মনোনয়নকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরাও  সংবাদ সংগ্রহের জন্য সকাল থেকে কাজ করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়টি এখন সরগরম।  

ময়মনসিংহ থেকে আগত বিএনপি কর্মী জুলফিকার আলী ভুট্টো বলেন, নেতার মনোনয়নের জন্য  ভোর থেকে অপেক্ষা করছি। কিন্তু এখনও শুরু হয়নি কার্যক্রম।  

বিএনপি কর্মী রাফিউল ইসলাম বলেন, নেতাকর্মীরা সুশৃঙ্খল না থাকায় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা বিরাজ করছে।  

হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ জানান, তিনিও সকাল থেকে অপেক্ষা করছেন। কুমিল্লা-৯ আসনের জন্য তার নেতা কর্নেল আজিম মনোনয়ন নিতে আসবেন। তাই নেতার মনোনয়নের জন্য তার এই অপেক্ষা।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।