ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শরিকদের ৬০টির বেশি আসন ছাড়বে না বিএনপি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
শরিকদের ৬০টির বেশি আসন ছাড়বে না বিএনপি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল/ছবি: বাদল

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, জামায়াত ছাড়া ২০ দলীয় জোটকে সম্ভবত ১৫টি আসন ছাড় দেওয়া হয়েছে। আর জোট ও ঐক্যফ্রন্ট মিলে আসন সংখ্যা ৬০টির বেশি হবে না।

 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন তিনি।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মিলে ৬০টির বেশি আসন হবে না। তবে পরবর্তীতে সঠিক সংখ্যা জানতে পারবেন।  

এসময় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।  

***নির্বাচনকে ব্যাহত করতেই খালেদার বিরুদ্ধে নতুন রায়

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএইচ/টিএম/ইএআর/এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।