ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
সারাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নোতারা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর-০৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, সারাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করছেন। কোথাও কাউকে মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়া হচ্ছে না। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, জাতীয় পার্টি মহাজোটের সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে।

তাদের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি শেষ হয়েছে। জাতীয় পার্টি থেকে যারা নির্বাচন করবেন তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে মহাজোটের কোনো সমস্যা নেই।  

আবদুস সোবহান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেবেন এবং আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে মহাজোট আবারো সরকার গঠন করবে।  

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, কালকিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হাওলাদার, কালকিনি উপজেলা যুবলীগ সভাপতি মনির হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

এর আগে ড. আবদুস সোবহান গোলাপ বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন।

পরে পিরোজপুর-০১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী শ ম রেজাউল করিম বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪, নভেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।