যোগদানের পর তাকে গাইবান্ধা-২ (সদর) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বিএনপি থেকে মনোনয়ন পত্রও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, আমি বিএনপিতে যোগদান করেছি।
আব্দুর রশিদ গাইবান্ধা পৌরসভার কমিশনার ও চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি। গত ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেলেও পরে তা প্রত্যাহার করে নেন। ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
এছাড়া গাইবান্ধা-২ (সদর) আসন থেকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ও মাহামুদ্দুন নবী টিটুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসআরএস