বুবধার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রেস বিফ্রিংয়ে তিনি একথা জানান।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলার এবং রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মান দস্তগীর।
ব্রিফিংয়ে এইচটি ইমাম বলেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে আমাদের জানিয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে এটা আমরা তাদের জানিয়েছি। তবে বলেছি সব কিছুর ঊর্ধ্বে নির্বাচন কমিশনকে রাখতে হবে।
‘যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন পর্যবেক্ষকরা আসবে এটা তারা আমাদের নিশ্চিত করেছেন। আমি তাদের বলেছি যে পর্যবেক্ষকরা আসবেন তাদের তালিকা দিতে। আর এনজিও যারা আসবে তাদের নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। আমাদের দেশের এটা নিয়ম। ’
এইচ টি ইমাম বলেন, আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা চাই একটি অংশীদারিত্বমূলক নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন যেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই আদর্শগুলো আমেরিকানরাও ধারণ করে। তাদের সঙ্গে আমাদের মতের যথেষ্ট মিল রয়েছে। এজন্যই তারা আমাদের এখানে এসেছেন।
‘আমেরিকা থেকে অনেক অবজারভার আসবেন। আমরা তাদের বলেছি, অবজারভার যেখানে যাবেন, তাদেরও নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। কাজেই আপনারা তালিকা দিয়েন। আগে থেকেই জানাবে কোথায় তারা যাবেন কি কি কাজ করবেন, এগুলো জানা দরকার। ’
জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে যুক্তরাষ্টের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে এইচটি ইমাম বলেন, এখন বাংলাদেশে শান্তিপূর্ণ, ভালো পরিবেশ বিরাজ করছে। ওদের এনডিআই-এর আগে অক্টোবর মাসে এসেছিলেন। এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। তখন তারা বলে গিয়েছিলেন, বাংলাদেশে একটি সংলাপ হওয়া দরকার। এটা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালসহ অন্যরাও বলেছিলেন। এজন্য তারা বলছেন, আমরা অত্যন্ত খুশি। তোমরা সংলাপ করেছো।
ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমেরিকা কেন পাঠাবে- এমন প্রশ্নের উত্তরে বলেন, আমেরিকা অবজারভার পাঠাবে। ওরা সব জায়গাতেই পাঠায়। ওরা বলছে, আমরা নির্বাচন কেমন হয় দেখবো? সত্যিকার সুষ্ঠু হয় কিনা? ওদের তো কতগুলো থিঙ্ক ট্যাংক আছে। আমেরিকান আর ইউরোপীয় ইউনিয়ন এক নয়। ’
সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে, এ ব্যাপারে আমেরিকানদের প্রতিক্রিয়া কি এ প্রশ্নের উত্তরে এইচটি ইমাম বলেন, এটাই হচ্ছে ওদের কাছে সবচেয়ে সন্তোষজনক। ওরা অত্যন্ত সন্তুষ্ট। এমন কোনো দল নেই যারা অংশগ্রহণ করছে না। ওরা ভাবতেই পারে না, আমরা এগুলো করতে পারি। আমরা বলছি, এগুলো আমরা করছি। আমাদের সব ঠিক হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসকে/এএ