বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়ন দাখিল শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমাদের দলের চেয়ারম্যান সম্পূর্ণ সুস্থ আছেন।
তিনি বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দাখিল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব নয়।
‘আমি শতভাগ আশাবাদী এই আসনে আমরা জিতবো। আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন করছি। জনগণ ভোটের মাধ্যমে এর ফল আমাকে দেবে। ’
মহাজোটের প্রার্থীদের তালিকা কেন প্রকাশ হচ্ছে না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এটি একটি নির্বাচনী কৌশল। দ্রুতই তালিকা প্রকাশ করা হবে।
সোমবার (২৬ নভেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন জাপা চেয়ারম্যান এরশাদ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ