বুধবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ২টায় সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত ড. এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। ড. মোমেন অর্থমন্ত্রীর সহোদর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ খুশির বিষয়। বিএনপি নির্বাচনে অংশ নেওয়াটা তাদের শুভবুদ্ধির প্রকাশ। এ জন্য দলটিকে ধন্যবাদ।
বেলা সোয়া ২টায় রিটার্নিং কর্মকতার কার্যালয়ে সহোদর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বোন ডা. শাহলা খাতুনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন ড. মোমেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হক তার মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিন বেলা আড়াইটা পর্যন্ত সিলেট-১ আসনে ড. মোমেন ছাড়াও মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাসদের উজ্জল রায়, বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ফয়জুল হক, প্রণব জ্যোতি পাল।
সিলেট-২ আসনে জমা দেন জাপার ইয়াহিয়া চৌধুরী এহিয়া, এনপিপির মনোয়ার হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা কাজী আমিনউদ্দিন, খেলাফত মজলিসের মুনতাছির আলী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মোশাহিদ খান, গণফোরামের মোকাব্বির খান, স্বতন্ত্র এনামুল হক সরদার।
সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির শফি আহমদ চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম, জমিয়তের মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ, সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন এবং জাতীয় পার্টির এম এ মতিন চৌধুরী।
সিলেট- ৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ, বিএনপির দিলদার হোসেন সেলিম, শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান।
সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে গত ১৮ নভেস্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৭৩ জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার জমা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এনইউ/এইচএ/