বুধবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক একেএম (ডিসি) মামুনুর রশীদেও হাতে মনোনয়নপত্র জমা দেন দীপংকর তালুকদার।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়া লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়নে অন্যান্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে। যা ইতিহাস সৃষ্টি করেছে। এখন একটি দাবি পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে মানুষকে শান্তিকে রাখা ও মানুষের উন্নয়নে কাজ করা।
অপরদিকে মনোনয়নপত্র জমাদানের সময় বিএনপির মণি স্বপন দেওয়ান এবং দীপেন দেওয়ান দু’টি দলে গ্রুপে বিভক্ত ছিলো।
মণি স্বপন দেওয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম প্রমুখ।
দীপেন দেওয়ানের সময় ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, কাপ্তাই উপজেলার চেয়ারম্যান দিলদার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জিপি