ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ২৫ প্রার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মানিকগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ২৫ প্রার্থী  মনোনয়নপত্র জমা দিচ্ছেন নাঈমুর রহমান দুর্জয়

মানিকগঞ্জ: রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জে জাতীয় নির্বাচনের মোট তিনটি আসন। আসনগুলো থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মোট ২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌসের কাছে তারা ওই মনোনয়নপত্র জমা দেন।

ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন।

এখানে মনোনয়নপত্র জমা দেন মোট নয় জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ. এম নাঈমুর রহমান দুর্জয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা, জেলা সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ ও দলের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ডাবলু মনোনয়নপত্র জমা দেন। জাসদের আফজাল হোসেন খান জকি, জাকের পার্টির মুহাম্মদ আতোয়ার হোসেন, আসলামী আন্দোলন বাংলাদেশের খোরশেদ আলম, বাংলাদেশ মুসলীম লীগের (গণঐক্য) মো. ফারুক হোসেন আসাদ মনোনয়নপত্র জমা দেন।  

সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ সংসদীয় আসন। এখান থেকেও মোট নয় জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে বর্তমান এমপি মমতাজ বেগম, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আবিদুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি এস. এম আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী বিকল্পধারার যুক্তফ্রন্টের প্রার্থী গোলাম সারোয়ার মিলন; বাংলাদেশ তরিকত ফেডারেশন মোহাম্মদ ফেরদৌস আহমেদ আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী  মো. মোশারফ হোসেন ও মাসুম মিয়া।  

সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরের একাংশ নিয়ে মানিকগঞ্জ-৩ আসন। এখানে মনোনয়নপত্র জমা দেন মোট সাত জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, বিএনপির জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা ও মো. আতাউর রহমান আতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির রফিকুল ইসলাম অভি রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কেএসএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।