বুধবার (২৮ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌসের কাছে তারা ওই মনোনয়নপত্র জমা দেন।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন।
সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ সংসদীয় আসন। এখান থেকেও মোট নয় জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে বর্তমান এমপি মমতাজ বেগম, বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আবিদুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি এস. এম আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী বিকল্পধারার যুক্তফ্রন্টের প্রার্থী গোলাম সারোয়ার মিলন; বাংলাদেশ তরিকত ফেডারেশন মোহাম্মদ ফেরদৌস আহমেদ আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন ও মাসুম মিয়া।
সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরের একাংশ নিয়ে মানিকগঞ্জ-৩ আসন। এখানে মনোনয়নপত্র জমা দেন মোট সাত জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, বিএনপির জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা ও মো. আতাউর রহমান আতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির রফিকুল ইসলাম অভি রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কেএসএইচ/জেডএস