বুধবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন এসব প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ১০ জন, কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ১৫ জন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৯ জন, কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছাড়াও গণফোরাম ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
কুড়িগ্রাম-১: মোস্তাফিজুর রহমান (জাপা), আছলাম হোসেন সওদাগর (আওয়ামী লীগ), ওসমান গণি (আওয়ামী লীগ-স্বতন্ত্র), সাইফুর রহমান রানা (বিএনপি), শামীমা রহমান (বিএনপি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন), জাহিদুল ইসলাম (এনপিপি), কাজী লতিফুল কবির রাসেল-(তরিকত ফেডারেশন), রশিদ আহমেদ (জেপি), আব্দুল হাই (জাকের পার্টি)।
কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), আবু বকর সিদ্দিক (বিএনপি), পনির উদ্দিন আহমেদ (জাপা), মেজর (অব.) মুহাম্মদ আব্দুস সালাম (গণফোরাম), আবুল বাশার (বিকল্পধারা), মেজর জেনারেল (অব.) আমসা আমিন (গণফোরাম), মাওলানা মোখছেদুর রহমান (ইসলামী আন্দোলন), আব্দুল হাই সরকার (সমাধান ঐক্য পার্টি), আব্দুল কুদ্দুছ (ওয়ার্কাস পার্টি), মনিন্দ্রনাথ সরকার (সিপিবি), মোনাব্বর হোসেন মিন্টু (বাসদ), মো. সলিমুল্লাহ ছলি (জাসদ), আব্দুর রশিদ (এনপিপি), চৌধুরী সফিকুল ইসলাম (স্বতন্ত্র), আবু সুফিয়ান (আওয়ামী লীগ/ স্বতন্ত্র)।
কুড়িগ্রাম-৩: তাসভিরুল ইসলাম (বিএনপি), আব্দুল খালেক (বিএনপি), এমএ মতিন (আওয়ামী লীগ), ডা. আক্কাছ আলী সরকার (জাপা), মঞ্জুরুল হক (জেপি), সাঈদ আখতার আমিন (বাসদ), হাবিবুর রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ), গোলাম মোস্তফা (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), দেলোয়ার হোসেন (সিপিবি)।
কুড়িগ্রাম-৪: মো. জাকির হোসেন (আওয়ামী লীগ), ফজলুল হক মন্ডল- (আওয়ামী লীগ-স্বতন্ত্র), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ/স্বতন্ত্র), মজিবুর রহমান বঙ্গবাসী-(আওয়ামী লীগ-স্বতন্ত্র), মোহাম্মদ আসাফুদ্দৌলা (জাপা), গোলাম হাবীব (স্বতন্ত্র), রহুল আমিন জেপি), আনছার উদ্দিন-(ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আবুল বাশার মঞ্জু (বাসদ-মার্কসবাদী), আবিদ আলভী জ্যাপ (স্বতন্ত্র), মোখলেছুর রহমান (বিএনপি), আজিজুর রহমান (বিএনপি), ইমান আলী (বিএনপি-স্বতন্ত্র), ডা. ইমরান এইচ সরকার (স্বতন্ত্র), ইউনুছ আলী (জাপা-স্বতন্ত্র), শাহ আলম (জাকের পার্টি), শামসুল হক মৌলভী (বিএনপি/স্বতন্ত্র), আবু সাইয়েদ (খেলাফত মজলিস), আবুল হাসেম (জামায়াত-স্বতন্ত্র), মাহফুজার রহমান (গণফোরাম), মহিউদ্দিন আহমেদ (বিপ্লবী ওয়ার্কাস পার্টি), মোস্তাফিজুর রহমান (জামায়াত/স্বতন্ত্র), আব্দুস সালাম কালাম (গণতন্ত্রী পার্টি)।
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এফইএস/জেডএস