ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারের চার আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
কক্সবাজারের চার আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক প্রার্থী

কক্সবাজার: পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেনের কাছে তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদের মধ্যে কয়েকজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) ৮ জন, কক্সবাজার-২ (কুতুবদীয়া-মহেশখালী) আসনে ১২ জন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে ৬ জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।  

প্রার্থীদের মধ্যে উখিয়া-টেকনাফের সংসদ সংদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তারসহ তিনজন নারী রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানান গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহম্মদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে আলী আজগর, গণঐক্যের প্রার্থী মুহাম্মদ ফয়সাল, বাংলাদেশ ওয়াকার্স আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম ও তানিয়া আফরিন।  
 
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বিএনপি মনোনীত প্রার্থী ও আশেক উল্লাহ রফিকের আপন চাচা আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, গণফ্রন্টের প্রার্থী ড. আনসারুল করিম, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিকল্প ধারার প্রার্থী মেজর (অব.) শাহেদ সরওয়ার, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ, ইসলামী ফ্রন্টের প্রার্থী আবু ইউসুফ মুহাম্মদ মনজুর আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক, জাসদের পি এ এম মাসুদুল ইসলাম মাসুদ, এনডিএম’র প্রার্থী মো. শহিদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান।  
 
সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ সাইমুম সরওয়ার কমল, বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজিবুল ইসলাম, জাতীয় পার্টির মুফিজুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. হাছন।
 
সীমান্ত উপজেলা উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তারসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে অন্যরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী আবুল মনজুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ শোয়াইব, ইসলামী ঐক্যজোটের প্রার্থী রবিউল হাসান, গণঐক্যের প্রার্থী সাইফুদ্দিন খালেদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এম গফুর উদ্দিন জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।