ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আচরণবিধি লঙ্ঘনে পদক্ষেপ না নিলে নির্বাচন একপেশে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আচরণবিধি লঙ্ঘনে পদক্ষেপ না নিলে নির্বাচন একপেশে হবে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার/ফাইল ছবি

বরিশাল: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৫ আসনের প্রার্থীরা যে যার মতো করে জুমার নামাজ আদায় করছেন বাড়ির কাছাকাছি মসজিদে।

নির্বাচনের বিধি অনুযায়ী ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকে তারা প্রচারণায় নামতে পারবেন।

শুক্রবার (৩০ নভেম্বর) বরিশাল সদর আসন-৫ বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার কাউনিয়া বাসভবনের কাছের জামে মসজিদে নামাজ আদায় করেন।

 

এরআগে সরোয়ার বলেন, বেশি সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় মনে হচ্ছে নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশে হবে। তবে আওয়ামী লীগ সরকারে থেকে নির্বাচন করছে বলে তাদের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে চলছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যথার্থ পদক্ষেপ না নিলে নির্বাচন আগের ন্যায় একপেশে হবে।

এদিকে সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নগরীর করিম কুটির জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।