শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত 'জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি, জঙ্গিবাদ এবং উন্নয়ন বিরোধী চক্রের মূলোৎপাটন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের ২৫ জনকে মনোনয়নের মাধ্যমে ধানের শীষ প্রতীক দিয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার করার সুযোগ করে দিয়েছে বিএনপি।
এসময় শিক্ষকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন স্বাধীনতা বিরোধী, জঙ্গিগোষ্ঠী যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, রাজনীতির নামে জনগণের সম্পত্তি পোড়ায় তাদের আগামী একাদশ সংসদ নির্বাচনে বর্জন করি এবং বাংলাদেশে তাদের রাজনীতির কবর রচনা করি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দি, অভিনেতা ও শিক্ষাবিদ ড. ইনামুল হকসহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসএইচ