এছাড়া নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের এক প্রতিবেদনে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের হাউস অব কমন্স ২৯ নভেম্বর ( বাংলাদেশ সময় অনুযায়ী ৩০ নভেম্বর) বাংলাদেশ নিয়ে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রতিবারের মতো এবারও আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শুরুতে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বললেও এখন তারা নির্বাচনে অংশ নিতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে অনেক পর্যবেক্ষকই মনে করছেন, বিএনপি অংশ নেওয়ার ফলে আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। তবে নির্বাচনী খেলার মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) এখনও সমান হয়নি।
বেশির ভাগ বিশেষজ্ঞই আগে প্রত্যাশা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ এ নির্বাচনে বিজয়ী হবে।
প্রতিবেদনে রোহিঙ্গাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-মিয়ানমার চলতি মাসেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল। তবে আন্তর্জাতিক চাপ থাকলেও এখনও বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। বাংলাদেশ প্রতিজ্ঞা করেছে, কোনো রোহিঙ্গাকেই জোর করে ফেরত পাঠাবে না।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
টিআর/এসআই