ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে বিএনপি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
‘নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে বিএনপি’ পথসভায় শামীম ওসমান-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারণ ছাড়া যেসব বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে দলটি আবারো নতুন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় এক পথসভায় এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।  
 
শামীম ওসমান বলেন, সাধারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে।  

তিনি বলেন, সাধারণ মানুষ যেভাবে বর্তমান সরকারের উন্নয়ন ও শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছে, আমি আশা করি আওয়ামী লীগ অতীতের যেকোন নির্বাচনের চেয়ে এবার ফলাফল আরো ভালো করবে।
 
ড. কামাল হোসেনকে জামাতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, একিউএম বদরুদ্দোজা চৌধুরী যদি একা একটি ফোরাম বা ঐক্য গড়তে পারেন তাহলে তাদের পক্ষেও সেটা সম্ভব। ক্ষমতায় আসার জন্য ড. কামাল হোসেন নিজেকে যেভাবে বিক্রি করে দিয়েছেন তাতে আগামী প্রজন্ম কোনদিন তাকে ক্ষমা করবে না।

শামীম ওসমান শনিবার ১১টা থেকে ফতুল্লার ভূঁইগড় এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে দোয়া চান এবং বেশ কয়েকটি পথসভায় অংশ নেন।  

এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগর যুগ্ম-সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।