শনিবার (১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ বলেন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের পরিকল্পনায় নিজেরাই এ ঘটনা তৈরি করেছে।
এসব করে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পরও টেকনাফে সাড়ে ৩শ’ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছে।
ব্রিফিংয়ে শাহজাহান চৌধুরী আরও বলেন, শুক্রবার (৩০ নভেম্বর) রাতে এমপি বদির গাড়িতে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। এ নাটক দিয়ে বিএনপিকে ঘরছাড়া করার চেষ্টা শুরু হয়েছে। একইসঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ প্রকাশ্যে সরকারি দলের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
এছাড়া এমপি বদির গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং বিএনপি নেতা মরহুম মোস্তাক আহমদের বাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাট করার অভিযোগ করা হয়।
তিনি অভিযোগ করেন, পুলিশি নিরাপত্তায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছে আব্দুর রহমান বদি। তিনি এমপি হয়ে কিভাবে প্রচারণায় অংশ নেন?
সংবাদ সম্মেলন থেকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের প্রত্যাহার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সহ-সভাপতি এটি এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, দফতর সম্পাদক ইউসুফ বদরী, উখিয়া উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ জেলা বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসবি/আরআর