গ্রেফতাররা হলেন-উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম।
শনিবার (১ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিকেলে জেলা জামায়াতের সাবেক আমির ও জামায়াতের অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জসিম উদ্দিনকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ করেন তার ছেলে সাদ বিন জসিম।
তিনি জানান, তার বাবা এবার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, অধ্যাপক জসিম উদ্দিনকে আটকের খবরটি গুজব। তিনি এলাকায় অবস্থান করে নির্বাচনী কাজ করছেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এদিন বিকেলে পৌর এলাকার আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির সময় আব্দুর রাজ্জাক ও আজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আগেও নাশকতার মামলা ছিলো।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এমএএএম/আরআর