রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এসময় শেখ তন্ময় উপস্থিত ছিলেন না।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, ২৯ জন প্রার্থীর মধ্যে ঋণখেলাপি, মনোনয়নপত্র পূরণে ত্রুটি ও সম্পদের হিসাব বিবরণীতে স্বাক্ষর না থাকায় ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, কোনো কোনো আসনের বিপরীতে একটি দল থেকে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৯ ডিসেম্বরের মধ্যে যদি কেউ তার মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে দুইজনেরই প্রার্থীতা বাতিল হবে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরএ