সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন আ স ম আব্দুর রব/ছবি: বাংলানিউজ
লক্ষ্মীপুর: সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীদল নির্বাচন করবে না, আমার তো মনে হচ্ছে সরকারি দলই নির্বাচন করবে না। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সরকার দেখছে তাদের বিপক্ষে জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। আর সরকারের দু’এক জন বলেও ফেলেছেন হেরে গেলেও দেশ ছেড়ে যাবো না। দেশ ছেড়ে ইতোমধ্যে অনেকে চলে গেছেন। সামনে কিছুদিনের মধ্যে সরকারিদলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন।
রোববার (২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব একথা বলেন।
রব বলেন, মা-বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদ থাকতে পারে সেটি নিশ্চিত করতে হবে।
রাতে ধরে নিয়ে যাবে সকালে লাশ পাওয়া যাবে এটাতো গণতন্ত্র নয়। এ জন্যতো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি। জাতীয় ঐক্যফন্টের মাধ্যমে আমরা ন্যায়বিচার চাই। আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে।
তিনি পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যেশ্যে আরো বলেন, আপনারা কোনো নেতা, এমপি, মন্ত্রীর ধারক-বাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেন না। আপনারা আমাদের শত্রু নন, আমরাও আপনাদের শত্রু নই।
এসময় উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, জেএসডি নেতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।