ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইশতেহারে তারুণ্যের ভাবনা তুলে দিলেন কোটা আন্দোলনকারীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
ইশতেহারে তারুণ্যের ভাবনা তুলে দিলেন কোটা আন্দোলনকারীরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দাবি হস্তান্তর করছেন কোটা আন্দোলনকারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেকারত্ব নিরসন, চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানো ও ইন্টারনেটের মূল্য কমানোসহ বিভিন্ন দাবি জাতীয় ঐক্যফ্রন্টের কাছে এসব ভাবনা তুলে ধরেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা ২০১৮’ শীর্ষক এসব দাবি হস্তান্তর করেন তারা।  

১৮ সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্বে দেন আন্দোলনকারীদের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

 

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানান।       

এর আগে দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এসব দাবি তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা।  

ফারুক হাসান বলেন, তারুণ্যের ইশতেহার আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবো। এটা বিশেষ কোনো রাজনৈতিক দলের কাছে নয়। তরুণদের মতামত নিয়ে আমরা এ ইশতেহার তৈরি করেছি।  

‘আশা করি, এ ইশতেহারকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরি করবে। ,’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।