সোমবার (০৩ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তরুণদের বিভিন্ন ভাবনাসহ চিঠিটি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন তারা।
এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ নূর, নূরুল হক নূরু, লুৎফুন নাহার লুমা, সোহেল ইসলাম, মশিউর রহমান, পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক দাবি থাকলে আমরা সেটা বিবেচনা করবো।
শিক্ষার্থীরা এ সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যারা হামলা করেছিলো তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। এরপরও যদি কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়ে থাকে এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএম/এমএ